GuidePedia



প্রাথমিক বিদ্যালয় থেকে আমার শিক্ষাজীবন শুরু হয়। চান্দনা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজে ভর্তি হয়েছিলাম ষষ্ঠ শ্রেণীতে -অতঃপর দীর্ঘ ৫ বছর সেখানে পড়াশুনা করি। এসএসসি ২০০৬ এ পরীক্ষাতে জিপিএ-৪.৪৪ পাওয়ার মধ্য দিয়ে শেষ হয় আমার শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। -                                                                                                        
আমি ইন্টারনেট ব্যবহার শুরু করেছিলাম ২০০৭ সাল থেকে  । কিন্তু মজার ব্যাপার কি জানেন? আজ আমি আমার গুরু  চেয়ে বেশি দক্ষ হয়ে উঠেছি। দীর্ঘ কয়েক বছর ঘাঁটাঘাঁটি করতে করতে কম্পিউটার এবং ইন্টারনেটে আজ আমি বেশ দক্ষ। । আমার জীবনের দূর ???  সময়টাতে সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকায় আজ আমি কম্পিউটারের অনেক বিষয়ে পারদর্শী। জীবনে কম্পিউটার নিয়ে অনেক বেশি আগ্রহের কারণে অনেক সময় দিয়েছি এর পিছনে এখনও প্রতিনিয়ত শিখে যাচ্ছি। জীবনে সবাই তো তাঁর ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখে শৈশবকাল থেকেই। তাই আমিও স্বপ্ন দেখতে শুরু করেছি আমার ক্যারিয়ার নিয়ে। প্রথমত জীবনে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। আর পেশা হিসেবে ওয়েব ডিজাইনিংকে বেছে নিতে চাই। অনলাইন জগতে হতে চাই বিরাট ব্যক্তিত্ব, হতে চাই মার্ক জুকারবারগ, বিল গেটস, স্টিভ জবস থেকেও বড় মাপের মানুষ। আর জীবনে যা কিছুই করিনা কেন সেই কাজটি করতে চাই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বুকে থেকে। আমি বিদেশে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কিছু করার বিন্দুমাত্রও ইচ্ছে নেই। যা করব একজন বাংলাদেশি হিসেবে। আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে, সাথে চাই আপনাদের দোয়া। -

মোটামুটি আমার পুরো জীবন কাহিনী সংক্ষেপে বললাম। আমি খুব সাদাসিদে এক যুবক। এর চেয়ে বেশি পরিচয় আমার নেই। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। - শেখ হাসান রশিদ
বাড়ির পাশের রংপুর ক্যাডেট কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার শিক্ষাজীবন শুরু হয়। - See more at: http://www.bloggermaruf.com/p/about-me.html#sthash.OhXhjIrB.dpuf
 
Top