আপনি কি একাধিক ফেসবুক আইডি খুলতে চান ? কিন্তু এর জন্য আপনাকে সাধারণত প্রতি আইডির জন্য পৃথক পৃথক ইমেইল আইডি লাগবে। আজ আপনাদের সাথে এই কঠিন কাজটি সমাধান করার ছোট একটি ট্রিকস শেয়ার করব। আপনি আপনার একটি ই-মেইল এড্রেস দিয়েই অসংখ্য ফেসবুক আইডি খুলতে পারবেন। তবে হ্যাঁ, আপনার ওই একটি
ইমেইল আইডি অবশ্যই জিমেইল এর হতে হবে। ধরে নিলাম আপনার একটি জিমেইল আইডি আছে। আর না থাকলে এখনই একটি জিমেইল আইডি খুলে ফেলুন। ব্যাস, আপনার কাজ ৮০% শেষ ! এখন শুধু ফেসবুক আইডি খোলার পালা। ফেসবুকে গিয়ে পূর্বের নিয়মেই আপনাকে সাইন আপ করতে হবে। তবে ই-মেইল এড্রেস এর ঘরে আপনাকে এই ছোট ট্রিকসটি খাঁটাতে হবে। মনে করুন, আপনার ই-মেইল এড্রেস হল rashidgazipur@gmail.com । তাহলে আপনাকে ই-মেইল আইডিটাকে লিখতে হবে এভাবে :- rashidgazipur+bangladesh@gmail.com । লক্ষ্য করেছেন কি যে আমি ইমেইল আইডিতে সামান্য একটু পরিবর্তন
করেছি ? হ্যাঁ, এই সামান্য পার্থক্যটিই হল ট্রিকস। তার মানে আপনাকে আপনার আসল ই-মেইল এড্রেস এর প্রথম অংশের সাথে যেকোন শব্দ + দিয়ে লিখতে হবে। ওই শব্দটি আপনার ইচ্ছে মত দিলেই হবে। আগেই বলেছি মনে মনে ধরে নিন আপনার ই-মেইল এড্রেস হল rashidgazipur@gmail.com । তাহলে এই আইডির সাথে শব্দ যোগ করতে হবে। শব্দ যোগ করে নিচে কিছু উদাহরণ দিলাম, লক্ষ্য করুন :-
rashidgazipur+chandana@gmail.com rashidgazipurbd@gmail.com rashidgazipur+blog@gmail.com rashidgazipur+flower@gmail.com
এভাবে প্রতিবার আলাদা আলাদা আইডি খোলার সময় আপনাকে আপনার মূল ইমেইলের সাথে নতুন কোন শব্দ (উপরের ইমেইলগুলোর মত করে ) যোগ করে সাইন আপ করতে হবে। কিন্তু আপনার সব ফেসবুক আইডির ভেরিফিকেশন কোড যাবে ওই এক ইমেইলে মানে আপনার মূল ই-মেইলে। এভাবেই আপনি আপনার একটি জিমেইল এড্রেস দিয়েই অসংখ্য ফেসবুক আইডি খুলতে পারবেন। কেমন লাগলো আজকের পোস্টটি ? ভালো লাগলে, কোনকিছু বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন। আজ এখানেই থাক। সামনের দিনের পোস্টে নতুন কিছু নিয়ে লিখতে বসব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ ।
Post a Comment