GuidePedia

1
ফেসবুক শর্টকাট জানার কি দরকার এটাই ভাবছেন তাইতো ? কিন্তু শর্টকাট জানা থাকলে আপনার সময় যেমন অল্প লাগবে তেমনি বন্ধুদের সামনে নিজেকে একটু ভিন্নভাবে উপস্তাপন করতে পারবেন।
নিচে ফেসবুকের কিছু প্রয়োজনীয় শর্টকাট দেওয়া হলঃ


ফেসবুক শর্টকাট

 

১। Alt+1 : হোম পেজ ।
২। Alt+2 : আপনার প্রোফাইল (ওয়াল) ।
৩। Alt+3 : কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো ( রিকোয়েস্ট না থাকলে অবশ্য কাজ করবেনা ) ।
৪। Alt+4 : কে আপনাকে ম্যাসেজ পাঠালো ( ম্যাসেজ না পাঠালে কাজ করবেনা ) ।
৫। Alt+5 : কি কি নোটিফিশন আসলো । ( নোটিফিশন না থাকলে কাজ করবেনা ) ।
৬। Alt+6 : অ্যাকাউন্ট সেটিংস্‌ ।
৭। Alt+7 : অ্যাকাউন্ট প্রাইভেসি ।
৮। Alt+8 : ফেসবুকের ফ্যান পেজ ।
৯। Alt+9 : ফেসবুকের রাইট এন্ড রেস্পসিবিলিটি ।
১০। Alt+0 : ফেসবুক হেল্প সেন্টার ।
১১। Alt+m : নতুন ম্যাসেজ লিখতে ।
১২। Alt+? : সার্চ বক্সের কারসর আনবে ।

 

লেখকঃ Shr

প্রথম যুগটেকে প্রকাশিতঃ- এবং সংরক্ষিত

Post a Comment

 
Top