GuidePedia

0
শুভ জন্মদিন মার্ক জাকারবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের আজ ৩০তম জন্মদিন। ১৯৮৪ সালের ১৪ মে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন তরুণ এই প্রযুক্তিবিদ।
২০০৪ সালে হার্ভার্ডের ডরমেটরিতে মার্ক জাকারবার্গ ও তাঁর বন্ধুদের হাতে তৈরি ফেসবুক এখন এক বিস্ময়। প্রযুক্তি-বিশ্বে এখন ১২০ কোটি মানুষের বিশাল এক যোগাযোগের কেন্দ্রে পরিণত হয়েছে ফেসবুক । তৎকালীন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালে একটি সামাজিক যোগাযোগ সাইটের প্রয়োজনীয়তা অনুধাবন করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। মূল উদ্দেশ্য ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একই ওয়েবসাইটে একটি মেলবন্ধন সৃষ্টি করা। তারা যাতে সহজেই তাদের ছবি বা মনের ভাব অন্যের সঙ্গে শেয়ার করতে পারেন সেটির ব্যবস্থা করা। ২০০৩ সালের ২৮ অক্টোবর ফেসবুকের পূর্বসূরি ফেসম্যাশ Facemash তৈরি করেন মার্ক জুকারবার্গ। এতে হার্ভার্ডের ৯টি হাউসের শিক্ষার্থীদের ছবি ব্যবহার করা হয়। তিনি দুটি করে ছবি পাশাপাশি দেখান এবং হার্ভার্ডের সব শিক্ষার্থীকে ভোট দিতে বলেন। । ফেসম্যাশ সাইটে মাত্র ৪ ঘণ্টায় ৪৫০ ভিজিটর ২২০০০ ছবিতে অনলাইনের মাধ্যমে ভোট দেন। ফলে ডাউন হয়ে যায় সার্ভার। সার্ভার হ্যাক ও ডাউন করার দায়ে মার্ক জুকারবার্গকে বহিষ্কার করা হয় বিশ্ববিদ্যালয় থেকে। এরপরও থেমে থাকেনি ফেসম্যাশ। শুরু করেন কোডিং তৈরি। এতে সহায়তা করেন জুকারবার্গের বন্ধু কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র অ্যাডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিতস এবং ক্রিস হিউজেস। অবশেষে ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে হার্ভার্ডের ডরমিটরিতে দিফেসবুক নামে TheFacebook.com ফেসম্যাশের নতুন সংস্করণ চালু করেন জুকারবার্গ।
গত ১০ বছরে একটি কোম্পানি হিসেবেও বড় হয়ে উঠছে ফেসবুক। ২০১২ সালে পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে ফেসবুক। গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের তথ্য অনুযায়ী, ডিজিটাল বিজ্ঞাপনে আয়ের দিক থেকে বর্তমানে গুগলের পরের অবস্থানেই রয়েছে ফেসবুক। মোবাইল বিজ্ঞাপন থেকেও ফেসবুকের আয় বাড়ছে।প্রযুক্তি দুনিয়ায় ৩০ বছর বা এর কম বয়সী তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে শীর্ষে আছেন সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ৩০ বছর বয়সী মার্ক জাকারবার্গ।

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top