আপনারা জানেন ইতিমধ্যে এসএসসি পরীক্ষা ২০১৪ শেষ হয়ে গেছে । এবার ফলাফলের
অপেক্ষা । ফলাফল পাবলিশ হওয়ার আর বেশি দিন বাকি নেই । তাই আমি আজ আপনাদের
সামনে হাজির হলাম, “কিভাবে এসএসসি পরীক্ষা ২০১৪ এর ফলাফল দেখবেন” এই বিষয়ে
একটি টিউন নিয়ে । উপরে আপনারা জেনেছেন খুব তাড়াতাড়ি এসএসসি পরীক্ষা ২০১৪ এর
রেজাল্ট পাবলিশ হবে । এসএসসি ২০১৪ এর পরীক্ষার্থীরা এখন সময় কাটাচ্ছে কবে
রেজাল্ট পাবলিশ হবে এই চিন্তা নিয়ে । যাইহোক, আপনারা সবাই জানেন অনলাইন এ
সবার প্রথমে educationboardresults.gov.bd সাইট টি ফলাফল প্রকাশ করে ।
এবারের এসএসসি রেজাল্ট ও আগের মতই পাবলিশ হবে ।
প্রথমে এই লিঙ্ক টি তে যান ।
লিঙ্ক টি তে গিয়ে ঘর গুলো আপনার তথ্য দিয়ে পূরণ করুন ।
তারপরে “Submit” বাটন এ ক্লিক করুন ।
এবার আপনি আপনার রেজাল্ট টি দেখতে পারবেন
(রেজাল্ট পাবলিশ হওয়ার পরে এই গুলো কাজ হবে)
যেভাবে অনলাইন এ দেখবেন SSC Result 2014ঃ
হুম এবার আসা যাক মুল জায়গায়, যা আমার পুরো টিউন এর মুল বিষয় ছিল । সাধারণত, এখন প্রায় সবাই যেকোন বড় পরীক্ষার ফলাফল দেখে অনলাইন এ, যেহেতু এখন ইন্টারনেট এর যুগ । আমরা সবাই জানি প্রতি টি বড় পরীক্ষার ফলাফল educationboardresults.gov.bd এই ওয়েব সাইট টি তে পাবলিশ করা হয় । এটি হল জাতীয় শিক্ষা বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইট । তাই, এবারের এসএসসি রেজাল্ট দেখতে য় আমাদের এই ওয়েব সাইট টি কেই ব্যবহার করতে হবে । তাহলে দেখা যাক কিভাবে করবেনঃপ্রথমে এই লিঙ্ক টি তে যান ।
লিঙ্ক টি তে গিয়ে ঘর গুলো আপনার তথ্য দিয়ে পূরণ করুন ।
তারপরে “Submit” বাটন এ ক্লিক করুন ।
এবার আপনি আপনার রেজাল্ট টি দেখতে পারবেন
(রেজাল্ট পাবলিশ হওয়ার পরে এই গুলো কাজ হবে)
যেভাবে এসএসসি রেজাল্ট ২০১৪ এর ফলাফল দেখবেন মোবাইল/এসএমএস (SMS) এর মাধ্যমেঃ
এখানে আমি আপনাদের দেখাব, কিভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে আপনার এসএসসি ২০১৪ এর ফলাফল টি পেতে পারেন । আপনি যদি ইন্টারনেট এর মাধ্যমে রেজাল্ট দেখতে না পারেন তাহলে আপনি সহজেই রেজাল্ট টি আপনার মোবাইল থেকে একটি এসএমএস পাঠিয়ে পেতে পারেন । এর জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে, তাহলে চলুন দেখা যাক কিভাবে এসএমএস টি পাঠাবেনঃ- প্রথমে আপনার ফোন এর মেসেজ অপশন এ যান ।
- নতুন মেসেজ তৈরি করার অপশন এ যান ।
- প্রথমে SSC লিখুন এবং একটি স্পেস দিন ।
- তারপরে, আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখুন। যেমন- Dhaka: DHA—Madrasah: MAD—-Comilla: COM—-Chittagong: CHI—–Jessore: JES—–Rajshahi: RAJ——Dinajpur: DIN—-Barisal: BAR and Sylhet: SYL
- এরপরে, একটি স্পেস দিন এবং আপনার রোল নাম্বার টি লিখুন ।
- এবার একটি স্পেস দিন এবং 2014 লিখুন ।
- এবার মেসেজ টি সেন্ড করুন ১৬২২২ নাম্বার এ ।
- রেজাল্ট পাবলিশ হওয়ার পরে চেষ্টা করবেন
Post a Comment