সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করলাম, আশা করি সবাই ভাল আছেন ৷
► কম্পিউটার মাউসের জনক কে? – ডগলাস এঙ্গেলবার্ট।
► প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে? – ৭২ বার।
► পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী? – হাইড্রোজেন সালফাইড।
► বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয়? – নাইক্রোম তার।
► কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষার নাম কি? – FORTRAN
► মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কবে? – ১৯৭১ সালে।
► প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় কবে? – ১৯৬৯ সালে।
► সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম কি? – Intel 4004.
► কতসালে ‘গ্রিন পিস’ আন্দোলন শুরু হয়? – ১৯৮৫ সালে।
► পারমানবিক বোমা তৈরীতে রাসায়নিক পদার্থের নাম – ইউরেনিয়াম (U235-U238)
► পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ : সামুদ্রিক শৈবাল
► মানুষের দর্শনাভূতির স্তায়িত্ব কাল : ০.১ সেকেন্ড
► লেবুতে যে এসিড পাওয়া যায় : সাইট্রিক এসিড
► আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী মাসল অবস্থিত আমাদের জিভ-এ।
► পৃথিবীতে হাতী হচ্ছে একমাত্র প্রাণী যারা লাফ দিতে পারেনা!
► শুধুমাত্র একটি মাত্র খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না? – মধু।
► ভিটামিন ‘এ’ এর অপর নাম কি? – রেটিনল।
► মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর : মেলানিন (২৭তম বিসিএস)
► CNG-এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস)
► যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে : ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস)
► ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম : ডলি (১৯তম বিসিএস)
► ভিওআইপি কী? – ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল।
► মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোজম থাকে? – ২৩ জোড়া।
► পানির গভীরতা মাপার একক – ফ্যাদম।
► উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় – ফ্যাটি এসিড ও গ্লিসারল।
► তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় – বায়বীয় পদার্থ
► লেজার রশ্মি যে আবিষ্কার করেন – মাইম্যান ১৯৬০ সালে।
►জোয়ার ভাটার তেজকটাল হয় – অমাবস্যায়।
►জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয় – ৬ ঘন্টা ১৩ মিনিট।